বলিউডের আলোচিত রোমান্টিক সিনেমার তালিকায় শীর্ষ স্থানটি ১৯ বছর ধরে দখল করে রেখেছে আদিত্য চোপড়া পরিচালিত 'দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে'। মিডিয়া ব্যুরোর এক প্রতিবেদনে জানা যায়, প্রায় দুই দশক আগে মুক্তিপ্রাপ্ত, সে সময়ের জনপ্রিয় জুটি শাহরুখ খান এবং কাজল অভিনীত সিনেমাটি এখনো বলিউডের সেরা রোমান্টিক চলচ্চিত্রের খেতাব ধরে রেখেছে। সম্প্রতি একটি ভারতীয় টিভি চ্যানেল ভ্যালেন্টাইন ডে-কে কেন্দ্র করে এক জরিপ চালায়।