ভালোবাসা দিবসে প্রকাশিত হয়েছে সংগীতশিল্পী শামীমা আলম চিনুর এক্সক্লুসিভ মিউজিক ভিডিও। মিউজিক ভিডিও এর শিরোনাম হচ্ছে 'তুমি আমি যাই চলে'। গায়িকার নিজের লেখা এই গানটির সংগীত পরিচালনা করেছেন রিপন খান। ঢাকা শহর ও তার আশপাশের বিভিন্ন লোকেশনে গানটির চিত্রায়ণ করা হয়েছে। এতে মডেল হিসেবে ছিলেন অভিনেতা মোহন। মিউজিক ভিডিওটি নির্মান করেছেন ফারুক নিপু ও খন্দকার বাপ্পী। উল্লেখ্য, শামীমা আলম চিনু ছোটবেলা থেকেই গানের সঙ্গে সম্পৃক্ত। বিটিভির 'নতুন কুঁড়ি' অনুষ্ঠানের মাধ্যমে তার ক্যারিয়ার শুরু। সে সময় তিনি বিটিভির বেশ কিছু নাটকেও অভিনয় করেছিলেন। তার অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলো হচ্ছে- সকাল সন্ধ্যা, এইসব দিনরাত্রি, বরফ গলা নদী ইত্যাদি। প্রয়াত অভিনেতা ও পরিচালক আবদুল্লাহ আল মামুন ও বুলবুল আহমেদের অনেক নাটকে শিশুশিল্পী হিসেবে তিনি অভিনয় করেছেন। শৈশবে অভিনয় করলেও বড় হয়ে তিনি সংগীত সাধনায় মগ্ন রয়েছেন। রবীন্দ্র সংগীতশিল্পী হিসেবেও তার একটা খ্যাতি রয়েছে। দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে তার সতেরোটি গানের অ্যালবাম প্রকাশিত হয়েছে। তার মধ্যে একাধিক ভিডিও অ্যালবামও রয়েছে। নতুন মিউজিক ভিডিও প্রসঙ্গে শামীমা আলম চিনু বলেন, 'আমার নতুন এ ভিডিওটি দর্শকদের অনেক ভালো লাগবে। আমি গানটি নিয়ে বেশ আশাবাদী।'