কোথায় আছেন?
শরীরটা ভালো না, তাই আজ বাসায় বিশ্রাম নিচ্ছি। কাজে বের হইনি। অবসরে কিছু ভাবনা-চিন্তা করছি। নতুন পরিকল্পনার ছক অাঁকছি মাথার ভেতর।
নতুন অ্যালবামের কী খবর?
আমরা সবাই চাকরি নিয়ে ব্যস্ত থাকি। তাই একটু সময় নিয়ে অ্যালবামের কাজগুলো করতে হয়। তা ছাড়া আমাদের ব্যান্ডের সবাই গানের ব্যাপারে খুবই সিরিয়াস। গানের গুণগতমানের ব্যাপারে আমরা কখনোই আপস করতে রাজি নই। তাই একটু সময় নিয়ে কাজ করছি। এরই মধ্যে অ্যালবামের কাজ শুরু করেছি। কিন্তু এখনো কোনো নাম ঠিক করিনি। এ বছরই অ্যালবামটি প্রকাশ করার ইচ্ছা আছে। সে লক্ষ্যেই এগিয়ে যাচ্ছি। দেখা যাক কী হয়!
উপস্থাপনা কেমন চলছে?
আমি প্রথম টিভি উপস্থাপনা করি বাংলাভিশনের একটি অনুষ্ঠান। ওটার নাম ছিল 'গানালাপ'। আর এবার আমি উপস্থাপনা করছি বৈশাখী টিভিতে। নাম 'টিউনস অব দ্য ওয়ার্ল্ড'। বিশ্বের বিভিন্ন দেশের শিল্পী আর ব্যান্ডের জনপ্রিয় হওয়া কিংবা খুব ভালো কিছু গান থাকে এ অনুষ্ঠানে। সঙ্গে আরও থাকে গানগুলোর পেছনের গল্প, সংশ্লিষ্ট শিল্পী অথবা ব্যান্ডের কথা। আমি তো সব সময় এই গানগুলোই শুনি কিংবা শুনেছি। এসব গান এবং শিল্পী ও ব্যান্ডের ব্যাপারে আমার সব সময়ই জানার খুব আগ্রহ থাকে। এবার তা সবার সঙ্গে শেয়ার করতে পারছি, এটা খুবই আনন্দের।
সাড়া কেমন পাচ্ছেন?
খুব ভালো সাড়া পাচ্ছি। ভালো অনুষ্ঠান হলে সাড়া তো মিলবেই। তা ছাড়া অনুষ্ঠানটি সংগীতপ্রেমীদের ভীষণ কাজে লাগছে। অনেক কিছু জানার আছে, শেখারও আছে।
ফাহমিদা নবীর অ্যালবামটির কেমন সাড়া পাচ্ছেন?
অ্যালবামটির অনেক ভালো সাড়া পাচ্ছি। ফাহমিদা নবীর প্রথম অ্যালবামেরও সব কটি গানের সুর করেছিলাম আমি। ওই অ্যালবামের নাম 'তুমি তুলনাহীনা' (১৯৮৯)। তারপর আর একসঙ্গে কাজ করা হয়নি তার সঙ্গে। অনেক দিন পর তার আরেকটি অ্যালবামে কাজ করতে গিয়ে ভালোই লেগেছে।
রেনেসাঁর গানের বৈশিষ্ট্য নিয়ে কিছু বলুন।
আমাদের ব্যান্ডটির জন্ম ১৯৮৫ সালে। এ ব্যান্ডের সবাই ছোটবেলা থেকে গান করছেন বা বাদ্যযন্ত্র বাজাচ্ছেন। ১৯৮৫ সালে আমি সোলস ছেড়ে ঢাকায় আসার পর এ ব্যান্ড গঠন করি। তখন দেশে রক গানের জোয়ার চলছে। আমরা চাচ্ছিলাম সেখান থেকে বেরিয়ে এসে নতুন কিছু করতে। মেলোডিয়াস, শক্তিশালী লিরিকস নিয়ে বাংলা গানে একটি নতুন ধারার রূপ দেওয়ার প্রয়াস ছিল আমাদের মধ্যে।
আমাদের নতুন ব্যান্ডগুলো কেমন করছে বলে আপনি মনে করেন?
নতুনদের মধ্যে এখন অনেকেই ভালো করছে। অনেক নতুন ব্যান্ডের গান আমি শুনেছি, তাদের মধ্যে সব সময় একটু ব্যতিক্রমী কিছু করার প্রবণতা আছে। অনেক ব্যান্ড আবার বিদেশি ব্যান্ডগুলোকে অনুকরণ করার চেষ্টা করে। আমি মনে করি বাংলা সংস্কৃতিকে মাথায় রেখে আমাদের গান করা প্রয়োজন।
- আলী আফতাব