প্রচণ্ড গরমে শুটিংয়ে মেতে উঠলেন বলিউড ও টলিউডের পাওলি দাম। সঙ্গে অবশ্য ছিলেন ইন্দ্রনীল সেনগুপ্তও। ছবির নাম 'অরণী তখন'। পরিচালক সৌরভ চক্রবর্তী। '৯২ সালের বাবরি মসজিদ ও গুজরাটের দাঙ্গার প্রেক্ষাপটে এক ভালোবাসার গল্প নিয়ে এ ছবি। কলকাতায় শুটিংয়ের পর গোটা টিম নিয়ে গুজরাটের কিছু জায়গায় শুটিং হবে 'অরণী তখন'-এর। কলকাতার শুটিং ফ্লোরে আপাতত এক বৃষ্টির দৃশ্য শুটিংয়ে ব্যস্ত পাওলি। এ ছবিতে আরও আছেন প্রতীক ও ইন্দ্রনীল।