রাধা-কৃষ্ণের প্রেম ও মধ্যযুগীয় পদাবলী কীর্তন নিয়ে একটি আধ্যাত্মিক চিন্তা-চেতনা ও গবেষণাধর্মী অ্যালবাম করছেন বিশিষ্ট লোকসংগীতশিল্পী কিরণ চন্দ্র রায়। ইতিমধ্যে অ্যালবামের কাজ অনেকটাই গুছিয়ে এনেছেন। এ সম্পর্কে কিরণ চন্দ্র রায় বলেন, পদাবলী কীর্তন নিয়ে একটি পূর্ণাঙ্গ অ্যালবাম প্রকাশের ইচ্ছা দীর্ঘদিনের। কিন্তু একইসঙ্গে সংগীতচর্চা এবং শিক্ষকতা করায় কুলিয়ে উঠতে পারিনি। তবে শিক্ষকতা থেকে অবসর নেওয়ার পর স্বাধীনভাবে এই গবেষণাধর্মী অ্যালবামটি করতে পারছি। চলতি মাসে কলকাতায় এর রেকর্ডিং করার কথা ছিল। কিন্তু প্রচণ্ড গরমের কারণে করতে পারিনি। তবে মাস দুয়েকের মধ্যেই কলকাতায় গিয়ে রেকর্ডিংটা শেষ করে ফেলব'।