স্কুল নির্মাণের চ্যারিটি মিশনে মালাউয়ি গিয়ে দেশটির মহিলা প্রেসিডেন্ট জয়সি বান্দার সমালোচনা করেছেন জনপ্রিয় মার্কিন পপগায়িকা ম্যাডোনা। তিনি বলেছেন, দেশটিতে চলমান 'গভীর দুর্নীতি'র প্রত্যক্ষদর্শী তিনি। দেশটির নির্বাচন এড়িয়ে যাওয়ার বিষয়টি দুঃখজনক বলেও মন্তব্য করেছেন তিনি। ম্যাডোনা বলেন, আমি প্রেসিডেন্টের কর্মপন্থা দেখে দুঃখিত এবং বুঝতে পারছি মালাউয়ির মানুষের ভাগ্যের দুর্ভোগ চলতেই থাকবে।
আমি এখানে কাজ করতে এসে দেখলাম সরকার কীভাবে সীমাহীন দুর্নীতি করছে। আমি শুধু এই আশা রাখতে পারি যে, অবস্থার পরিবর্তন ঘটবে। মালাউয়ির জনগণ উন্নত জীবনের দাবি রাখে।