নোয়াশাল
আজ আরটিভিতে প্রচার হবে ধারাবাহিক নাটক 'নোয়াশাল'। কামরুল হাসানের রচনায় নাটকটি গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মীর সাবি্বর। নাটকটি প্রচার হবে আরটিভিতে প্রতি সপ্তাহে সোম থেকে বুধবার রাত ৯টা ৫ মিনিটে। নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন এটিএম শামসুজ্জামান, খায়রুল আলম সবুজ, চিত্রলেখা গুহ, ডলি জহুর, আলীরাজ,
মীর সাবি্বর, রওনক হাসান, ফারুক আহমেদ, নাজনীন হাসান চুমকি, অহনা, নিশা, বিনয় ভদ্র, আমিন আজাদ, সুভাশীষ ভৌমিক, বাদল, হায়দার, দেব মিঠু প্রমুখ।
কালার
রায়হান খানের রচনা ও পরিচালনায় ধারাবাহিক নাটক 'কালার'। অভিনয় করেছেন তারিক আনাম খান, তানিয়া আহমেদ, আরফান, রুমা, পিয়া, মিশু সাবি্বর, নাঈম, হাসীন, সামিহা, আ খ ম হাসান, ইমি, শায়না প্রমুখ। এই নাটকের অন্যতম আকর্ষণ বর্তমান প্রজন্মের বাংলাদেশের সুপার মডেল রুমা, পিয়া ও ইমি একসঙ্গে এই ধারাবাহিক নাটকে অভিনয় করেছেন। এটি প্রচার হবে আজ রাত ৮টা ৪০ মিনিটে এসএ টিভিতে।
আজ রাত ৯টা ৪৫মিনিটে এনটিভিতে প্রচার হবে শিহাব শাহীনের পরিচালিত জনপ্রিয় রোমান্টিক ধারাবাহিক 'ভালোবাসার চতুষ্কোণ' এর ৯৯তম পর্ব আজ। এ পর্বে দেখা যাবে ক্যারিয়ার সচেতন নিলা তার বহু প্রতীক্ষিত প্রমোশন হওয়ার পর ভীষণ আনন্দিত। শুধু তাই নয় অফিস থেকে তাকে নতুন কেবিনও দেওয়া হবে আর তাই সে দারুন উচ্চাসিত। নাটকটিতে তিন জোড়া মানব মানবীর ভালোবাসার গল্প। ঘটনা অথবা চরিত্রের মাধ্যমে পরস্পরের সঙ্গে সম্পর্ক যুক্ত এই তিনটি গল্প পাশাপাশি চলতে থাকে। চতুর্ভুজের তিন কোণে অবস্থিত তিনটি গল্পের মানুষগুলো আরও একটি সূত্রে গাথা।
সোনালী মেঘের ভেলা
আজ রাত ১০টা ৩০ মিনিটে দেশ টিভিতে প্রচার হবে ধারাবাহিক নাটক 'সোনালী মেঘের ভেলা'। নাটকটি রচনা করেছেন এম. আসলাম লিটন ও পরিচালনা করেছেন তৌহিদ খান বিপ্লব ও মনিরুজ্জামান লিপন। অভিনয় করেছেন উর্মিলা শ্রাবন্তী কর, আরমান পারভেজ মুরাদ, দীপা খন্দকার, ওয়াহিদা মলি্লক জলি, মাসুদ আলি খান, তানিয়া হোসাইন, দিহান, শাহাদাত হোসেন, তৃপ্তি চক্রবর্তী ও সারা যাকের।
যোগাযোগ গোলযোগ
এনটিভিতে আজ রাত ৮টা ১৫ মিনিটে প্রচার হবে নতুন ধারাবাহিক নাটক 'যোগাযোগ গোলযোগ'। নাটকটি প্রতি সোম ও মঙ্গলবার প্রচার হচ্ছে। এজাজ মুন্নার রচনা ও পরিচালনায় এই নাটকে অভিনয় করেছেন আফজাল শরীফ, আবদুল কাদের, খালিকুজ্জামান, আজাদ আবুল কালাম, সাজু খাদেম, মীর সাবি্বর, সুমাইয়া শিমু, উর্মিলা কর, মার্শিয়া, ফেরদৌসী লিনা, কুমকুম হাসান, আমিন আযাদ, কামাল বায়েজীদ প্রমুখ। 'গুলাম আলী মির্জা একজন ব্যক্তি যিনি সুযোগসন্ধানী, স্বার্থপর, একনায়ক। কারোর কোনো মত প্রকাশের স্বাধীনতা তার সংসারে নেই।
মুখোমুখি বিপ্লব ও হাবিবুল বাশার
এবার ব্যান্ড তারকা বিপ্লবের মুখোমুখি দাঁড়িয়ে ক্রিকেটার হাবিবুল বাশার। দুজনই লড়াইতে প্রস্তুত। পাঠক নিশ্চই জানতে ইচ্ছা করছে বিষয়টা আসলে কি। হ্যাঁ বাংলাদেশের জাতীয় দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার আজ ক্রিকেট যুদ্ধে মুখোমুখি ব্যান্ড তারকা বিপ্লবের দলের বিরুদ্ধে। খেলাটি আজ রাত ৮টায় সমপ্রচার করবে এটিএন বাংলা। তবে খেলাটি ময়দানে নয়, হবে এটিএন বাংলার স্টুডিওতে। ৩৬ জন সেলিব্রেটির অংশগ্রহণে এটিএন বাংলায় শুরু হয়েছে রিয়েলিটি গেম শো 'সিলন গোল্ড টুয়েন্টি ২০ স্টার'। তাপস রায়ের গ্রন্থনা, নাভিদ মাহবুবের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালনা করেছেন আশরাফুল ইসলাম রনি ও জিল্লুর রহমান।
শোধ
শাহদাৎ হোসেন সুজনের পরিচালনায় এবং সৌরভের রচনায় জিটিভির প্রতিদিনের ধারাবাহিক নাটক 'শোধ'। ধারাবাহিকটি জিটিভিতে সপ্তাহের প্রতি শনি থেকে মঙ্গলবার রাত ৯টা ২৫ মিনিটে প্রচারিত হয়। প্রতিদিনের এই ধারাবাহিক নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আল মামুন, নিমা রহমান, মৌসুমী নাগ, শোয়েব, ফারজানা ছবি, মুনিয়া, স্নিগ্ধা, আরমান পারভেজ মুরাদ, জয়শ্রীকর জয়া, ইউসুফ রাসেল এবং আরও অনেকে।
অ'এর গল্পে
পরকীয়ার নির্মম পরিণতিতে স্ত্রীর হাতে স্বামী খুন, দেখবেন আজকের 'অ'এর গল্পে। অপরাধ, অলৌকিক, অন্ধকারবিষয়ক এই ধারাবাহিক নাটকটি বাংলাভিশনে প্রচার হবে আজ রাত ৯টা ৫ মিনিটে। শামীম শাহেদের উপস্থাপনায় 'অ-এর গল্প' ধারাবাহিক নাটকটি পরিচালনা করেছেন তানভীর হোসেন প্রবাল। এই পর্বটিতে অভিনয় করেছেন লারা লোটাস, এটিএম রাসেল প্রমুখ। আমাদের চারপাশের অপরাধের বাস্তব ঘটনা নিয়ে এ ধারাবাহিকটি নির্মিত হচ্ছে। নাটকটি বাংলাভিশনে প্রতি সপ্তাহে মঙ্গল ও বুধবার প্রচার হয়।
আজ থেকে একুশে টেলিভিশনে প্রচার হবে মেগা সিরিয়াল মামার হাতের মোয়া। তরুণ পরিচালক শিমুল সরকারের পরিচালনায় এবং ফজলুল হক আকাশের রচনায় কমিডি ধাঁচের এই নাটকটিতে এটিএম শামসুজ্জামান, ফজলুর রহমান বাবু, কচি খন্দকার, মারজুক রাসেল, রাশেদ মামুন অপু, মুক্তি, সীমানা, অহনা, ডা. এজাজ, মনিরা মিঠু, শুভাশীষ ভৌমিক প্রমুখ। নাটকটি সম্পর্কে আশাবাদী নির্মাতা শিমুল সরকার। তিনি জানান, 'নাটকের গল্পের পরতে পরতে থাকবে বিনোদনের নানা উপাত্ত। দর্শকদের বিনোদন দেওয়ার উদ্দেশ্যেই এ নাট্য আয়োজন। নাট্যকার ফজলুল হক আকাশ নাটকের চিত্রনাট্য সাজিয়েছেন আমার মনের মতো করেই।