আমেরিকার টেলিভিশন তারকা কিম কারদাশিয়ান ও তার প্রেমিক র্যাপার সংগীতশিল্পী ক্যানি ওয়েস্ট ইতালির ফ্লোরেন্সে রবিবার বিয়ের পিঁড়িতে বসলেন। অনেক ঘটা করে বিয়ের অনুষ্ঠান করার পরিকল্পনা করলেও একান্তে পরিবার ও কিছু বন্ধুবান্ধবের উপস্থিতিতেই বিয়ের কাজটা সারেন এ তারকাজুটি।
নববিবাহিত এ তারকাজুটি হানিমুন উপলক্ষে আয়ারল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়েছেন সোমবার। যদিও আয়ারল্যান্ডের কোন হোটেলে অবস্থান করবেন সে ব্যাপারে কঠোর গোপনীয়তা অবলম্বন করেছেন।