ব্যাচেলর ডিগ্রী লাভ করলেন ব্রিটিশ অভিনেত্রী হ্যারিপটার খ্যাত এমা ওয়াটসন। রবিবার ব্রাউন বিশ্ববিদ্যালয় থেকে দুই হাজার শিক্ষার্থীর মাঝে গ্রাজুয়েশন ডিগ্রীর সনদ দেওয়া হয়। এমা ওয়াটসন এই দুই হাজার শিক্ষার্থীর একজন। তিনি গ্রাজুয়েশন ডিগ্রী গ্রহণ ও গাউন এবং মাথায় টুপিসহ ছবি নিজের টুইটার একাউন্টে পোস্ট করেন।
এমা ওয়াটসন ইংরেজি সাহিত্যে ব্যাচেলর ডিগ্রি সম্পন্ন করেন রোড এন্ড আইল্যান্ডের আইভি লিগ ইউনিভার্সিটি থেকে। ২৪ বছর বয়স্ক এই অভিনেত্রী ব্রাউন বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০০৯ সালে ব্যাচের ডিগ্রীতে ভর্তি হন।