ইরানি অভিনেত্রী লাইলা হাতামি পর পুরুষের গালে চুমু দেয়ার পর ব্যাপক সমালোচনার মুখে অবশেষে ক্ষমা চাইলেন।
গত ১৪ মে কান চলচ্চিত্র উৎসবে তিনি চুমু দেন উৎসবের প্রেসিডেন্ট ৮৩ বছর বয়স্ক গিল্লেস জ্যাকবের গালে।
ওই ছবি গণমাধ্যমে প্রকাশের পর ইরানে সমালোচনার ঝড় ওঠে। সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
ইরানের চলচ্চিত্র সংস্থার কাছে এক চিঠিতে তিনি বলেছেন, 'কিছু মানুষের আবেগে আঘাত করার জন্য আমি দুঃখিত।'