সম্প্রতি কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নিজের বেড়ে ওঠার কাহিনি শোনান হলিউড সেনসেশন পামেলা অ্যান্ডারসন। আর তাতেই টনক নড়ে কানাডিয়ান পুলিশের।
পামেলা বলেছেন, 'আমি মাত্র ৬ বছর বয়সেই যৌন হেনস্থার শিকার হয়েছি। ১২ বছর বয়সে প্রথমবার ধর্ষিতা হয়েছি। এর পর ১৩ বছরে গণধর্ষীতা হয়েছি।'
এ বক্তব্যের পর সমালোচনার ঝড় ওঠে মিডিয়ায়। ফলে নড়েচড়ে বসেছে রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ। পুলিশের পক্ষ থেকে বলা হয়, পামেলার বক্তব্যের সত্যতা যাচইয়ের জন্য গোটা ঘটনা তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে তারা।