১৯৮৫ সালে বলিউডে আগুন লাগানো ছবি ছিল কিমি কাতকার-হেমন্ত বিজ্র জুটির 'টারজান'৷ সবার মুখে তখন বাপি লাহিড়ির সুরে বাঁধা একটাই গান 'টারজান ও মাই টারজান'। সেই নস্টালিজিয়াকে সঙ্গে নিয়ে পরিচালক বব্বর সুভাষ ফের তৈরি করতে চলেছেন 'টারজান'।
এবার বি সুভাষের 'টারজান' ছবিতে টারজান সাজছেন বিদ্যুৎ জামেওয়াল। অন্যদিকে জেনি সাজছেন, বলিউডে পা রাখা সবচেয়ে বির্তকিত মার্কিনি পর্নস্টার সানি লিওন।
সুভাষ জানিয়েছেন, 'বহু দিন ধরেই ইচ্ছে ছিল টারজান ছবিটি ফের করার। সেই অনুযায়ী নতুন করে চিত্রনাট্য লেখাও শেষ। আর প্রথম থেকেই সানি লিয়নকে নেওয়ার ইচ্ছে। সানির সঙ্গে কথাও হয়ে গেছে। জেনি চরিত্রে জন্য সানি একেবারে সঠিক বাছাই।
তিনি জানান, 'টারজান ছবিতে পেশিবহুল কাঠামোর হিরো প্রয়োজন। তাই বিদ্যুৎ জামওয়ালের সঙ্গে কথা হয়েছে। আমার মনে হয় টারজান হিসেবে বিদ্যুৎকে ভালো মানাবে।'
অন্যদিকে খবরে রয়েছে, সানি নাকি একটা ছোট্ট বিড়াল পুষেছেন। বিড়াল নিয়ে ট্যুইটারে ছবিও পোস্ট করেছেন তিনি। তাহলে কি সানি বিড়াল দিয়েই বাড়িতে বসে 'টারজান' ছবির মহড়া সারছেন!