‘ধিন তাক ধিন তাক’— অনেকেই মনে করতে পারেন এটি হয়তো পিয়ার কোনো নাটক বা চলচ্চিত্রের নাম। না ধারণাটি ঠিক নয়। সামাজিক যোগাযোগ সাইট ফেসবুকের ওয়ালে এই শব্দগুলোর মাধ্যমে উল্লাস প্রকাশ করেছেন মডেল ও অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়া। আজ ছিল তার শেষ পরীক্ষা। পরীক্ষা শেষ হতেই উচ্ছাস প্রকাশ করেন তিনি।
পিয়া লন্ডন কলেজ অব লিগ্যাল স্টাডিজের আইন বিভাগের ছাত্রী। পরীক্ষার জন্য বেশ কিছুদিন ধরে অভিনয় থেকে দূরে ছিলেন তিনি। এ প্রসঙ্গে বাংলাদেশ প্রতিদিনকে পিয়া বলেন, অনেকটা হাফ ছেড়ে বাঁচলাম। আজ ছিল শেষ পরীক্ষা। সবার দোয়ায় সবগুলো পরীক্ষাই ভালো হয়েছে। এইবার পুরোপুরি প্রত্যাবর্তন করবো শ্যুটিং ওয়ার্ল্ডে। ইতোমধ্যে বেশ কিছু কাজ জমে গেছে। শিঘ্রই যা শেষ করতে হবে।
উল্লেখ্য, ২০১২ সালে ‘চোরাবালি’ ছবির মাধ্যমে রূপালি জগতে নাম লেখান তিনি। পরবর্তীতে বেশ কযেকটি ছবির কাজ তিনি করেন। মুক্তির অপেক্ষায় রয়েছে ‘গ্যাস্টার রিটার্নস ও ‘প্রবাসীর প্রেম’। এছাড়া ‘স্টোরি অব সামারা’ নামে আরও একটি চলচ্চিত্রের কাজ চলছে।