বিদ্যা বালান দোহাই দিলেন শরীর খারাপের। এরপর পরিচালক সুজয় ঘোষ সোজা পৌঁছে গেলেন কঙ্গনা রানাওয়াতের কাছে। কঙ্গনা রানাওয়াতকে নিয়ে 'দুর্গারানি' শুরু করতে গিয়েই নতুন বিপত্তি।
ছবি থেকে নিজেকে একেবারে গুটিয়ে নিলেন কঙ্গনা। আর অজুহাত হিসেবে দাঁড় করলেন, তার হাতে নাকি অনেক কাজ।
কিন্তু জানা গেছে অন্য খবর। 'দুর্গারানী'র স্ক্রিপ্ট পড়ে কঙ্গনা নাকি আগে থেকেই বুঝতে পেরেছিলেন এই ছবি তার জন্য নয়। চরিত্রটি করার জন্য আরও বেশি ম্যাচিওরিটি লাগবে। আর কঙ্গনা নাকি রীতিমতো ভয় পেয়েই সুজয়কে না করেছেন।
শোনা গেছে, কুইন ছবির পর থেকেই নিজের কেরিয়ারকে নিয়ে বেশ চিন্তিত কঙ্গনা। তাই ভুল ছবি সই করে এখনই কেরিয়ারকে নিচে নামাতে চান না তিনি। সুজয়কে নাকি স্পষ্ট এই কথাই জানিয়েছিলেন কঙ্গনা।
অন্যদিকে সুজয় আপাতত, করিনাকে রাজি করাতে ব্যস্ত ছবির জন্য। করিনা হ্যাঁ করলে তবে 'দুর্গারানী' শুরু করতে পারবেন তিনি।