খবরে ছিল যশরাজ হাউজের প্রোডাকশনের কাজে নজর দিচ্ছেন সদ্যবিবাহিত রানী মুখার্জি। আর এবার নজর দিতে দিতেই নিজের ছবির শ্যুটিংয়ে হাজির হলেন তিনি।
বিয়ের বহু আগে থেকেই পরিচালক প্রদীপ সরকারের ছবি 'মর্দানি'র শ্যুটিংয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন রানী। দুম করে বিয়ে করায় ছবির শ্যুটিংও ব্যহত হয়। তবে যেহেতু নিজের প্রোডাকশনেরই ছবি সেক্ষেত্রে খুব একটা অসুবিধা পোহাতে হয়নি তাকে। বিয়ের প্রায় এক মাস পরে লক্ষ্মী অভিনেত্রীর মতো সঠিক টাইমে শ্যুটিংয়ে হাজির হলেন তিনি।
শোনা গেছে, আগের চেয়েও ছবির ব্যাপারে বেশ সিরিয়াস রানী। প্রদীপ সরকারকে তিনি নাকি বলেছেন, চটপট ছবি শেষ করতে হবে।
তার কারণ এরপর রানী আর অভিনেত্রী হিসেবে নয়, দেখা যাবে যশরাজের ফ্লোরে পরিচালক হিসেবে।
এই ছবিতে রানীর সঙ্গে দেখা যাবে টলিউডের যিশু সেনগুপ্তকে।