সাংহাই ফিল্ম ফেস্টিভালের সর্বোচ্চ পুরস্কার গোল্ডেন গবলেট অ্যাওয়ার্ড প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়েছে মোস্তফা সরয়ার ফারুকীর 'পিঁপড়াবিদ্যা'। সাধারণত ১৫ থেকে ১৭টি ছবি প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়। এ বছর ১০৯৯টি ছবি থেকে ১১টি ছবিকে প্রতিযোগিতা বিভাগের জন্য নির্বাচিত করা হয়েছে। যার মধ্যে বাংলাদেশের পিঁপড়াবিদ্যা ছাড়াও আছে আমেরিকা, ফ্রান্স, জার্মানি, থাইল্যান্ড, গ্রিস, জাপান, অস্ট্রেলিয়া, ইরান, চীন এবং অস্ট্রিয়ার ফিল্ম।
গোল্ডেন গোবলেট অ্যাওয়ার্ডে জুরি বোর্ডের প্রধান নির্বাচিত হয়েছেন চাইনিজ সুপারস্টার গং লি। জিনি এর আগে কান, বার্লিন ও ভেনিসের জুরির দায়িত্ব পালন করেছেন। গং লি অভিনীত বিখ্যাত ছবিগুলোর মধ্যে রয়েছে মিয়ামি ভাইস, রেইজ দ্য রেড ল্যানটার্ন, ২০৪৬, মেমোয়ারস অফ এ গেইশা। জুরি বোর্ডে গং লি ছাড়াও কো'জুরি আছেন অস্কার জয়ী সেপারেশনখ্যাত পেইমান মাদি, ব্রিটিশ ডিরেক্টর স্যালি পটার, দক্ষিণ কোরিয়ার পরিচালক ইম সাং সু, ডেনিস ডিরেক্টর লোন সেলফিগ, জাপানি ডিরেক্টর ইয়াই শেন জি এবং চাইনিজ ডিরেক্টর লিও জিয়ে। রেড কার্পেটের মধ্য দিয়ে সাংহাই ফেস্টিভাল শুরু হবে ১৪ জুন এবং অ্যাওয়ার্ড নাইট হবে ২২ জুন। ফেস্টিভালে অংশ নেওয়ার জন্য ফরিদুর রেজা সাগর, মোস্তফা সরয়ার ফারুকী এবং সিনা চোহান ১৪ জুন সাংহাই যাচ্ছেন।