নওগাঁ জেলার ভিমপুর ইউনিয়নের শিকারপুর গ্রামের শতোধর্্ব বয়সী বৃদ্ধ গহের আলী। দীর্ঘ ২০ বছর ধরে মানুষের বাড়ি বাড়ি গিয়ে চাল ডালের সঙ্গে ভিক্ষে হিসেবে তালের অাঁটি চেয়ে নিয়ে ভিমপুর ইউনিয়নের রাস্তার দুপাশে প্রায় আঠার হাজার তাল গাছ লাগিয়েছেন। এই মানুষটিকে খুঁজে বের করেছিলেন 'ইত্যাদি' টিমের সদস্যরা। সহায়তা হিসেবে দেওয়া হয়েছিল ২ লাখ টাকার একটি চেক। তাকে নিয়ে প্রতিবেদন প্রচার হয় ২০০৯ সালের ৩০ জানুয়ারি। 'ইত্যাদি'তে দেখানোর পর গত ৫ জুন ২০০৯ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ সংরক্ষণ ক্যাটাগরিতে তিনি জাতীয় পরিবেশ পদক-২০০৯ পান।