পলান সরকার। ইনিও আড়ালে থাকা আরেক মানুষ। বাড়ি রাজশাহী। আলোকিত এই মানুষটি রাজশাহীর পথে পথে ঘুরে বেড়িয়েছেন বই নিয়ে। মানুষকে উৎসাহিত করেছেন বই পড়তে। সমাজ গড়ার জন্য মানুষকে বিলিয়েছেন জ্ঞানের আলো। কিন্তু সবই আড়ালে বসে করেছেন। তার সঙ্গে দেশের মানুষকে পরিচয় করিয়ে দেন 'ইত্যাদি' সদস্যরা। নিয়ে আসেন আড়াল থেকে আলোতে। তাকে নিয়ে প্রতিবেদন প্রচার হয় ২০০৬ সালের ২৯ ডিসেম্বর। উপহার দেওয়া হয় দুই শেলফ ভর্তি বই। 'ইত্যাদি'তে দেখানোর পর তিনি একুশে পদক লাভ করেন। বিষয়টি শুধু পদকের মধ্যেই থেমে নেই, ঘটনা জানার পর অনেক জায়গায় জেগে উঠেছে নতুন নতুন পলান সরকার।