'ববি জাসুস'- এ এক গোয়েন্দার চরিত্রে অভিনয় করবে বিদ্যা বালান। নতুন এই ছবিতে বিদ্যাকে প্রায় ১২টি ভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। ছবিটি করার জন্য বিদ্যা বেশ কয়েকজন মহিলা গোয়েন্দার সঙ্গে দেখা করেন। এ থেকে আবার বেশ কয়েকটি তথ্যও আবিষ্কার করে ফেলেছেন বিদ্যা। সেটি হল, প্রায় ৮৫ শতাংশ মহিলাই নাকি গোয়েন্দাগিরিতে অভ্যস্ত!
পরিচালক সমর সায়েকের এই নতুন ছবিতে আরও অভিনয় করেছেন আলি পাজল, কিরণ কুমার, অর্জুন বাওয়াজা, অনুপ্রিয়া, সুপ্রিয়া পাঠক প্রমুখরা।