সানি লিওনের আর ভালো লাগে না নিজের অতীত। সবাই তাকে পর্নো তারকা মনে করেন_ এতে দুঃখ পাচ্ছেন তিনি। কারণ সানি এখন অতীতের পরিচয় মুছে ফেলতে চাইছেন। পর্নো তারকা নয়, পাল্টে নিজের ইমেজ গড়তে চান একজন অভিনেত্রী হিসেবে। কিন্তু সেটা পারছেন না। তাই হতাশ সানি। তবে হতাশ হয়ে থেমে যাননি, তিনি প্রাণপণ চেষ্টা করছেন অভিনেত্রী ইমেজ গড়ার। আসলে সানির এবার ভদ্র হতে মন চেয়েছে। শরীর ঢাকতে কয়েক টুকরো কাপড় নয়, সানির ওয়ার ড্রোব ভর্তি এখন ভারতীয় পোশাক। নায়িকার বক্তব্য, শুধু অভিনেত্রীই নন, তিনি একজন পতিব্রতা কর্তব্যপরায়ণ স্ত্রীও। তাই শুধু তার 'বোল্ড' ইমেজ মনে রাখা উচিত নয়।
সানির অভিযোগ, তার অভিনয় নিয়ে পাবলিকের যত না আগ্রহ তার থেকেও বেশি মন তার পুরনো জীবন নিয়ে। বিদেশে সুন্দরী এই পর্নো তারকার জীবন কেমন ছিল? কীভাবে তিনি ওই দুনিয়ায় পেঁৗছেছিলেন? বলিউডের হাওয়ায় তাকে ঘিরে এমনই হাজার প্রশ্ন।
সানির অভিমান, মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিকে নিজের দ্বিতীয় বাড়ি বলে মনে করলেও এখানকার কেউ কেউ এখনো তাকে পর্নো তারকা হিসেবেই ভাবেন।
'মার্ডার থ্রি', 'রাগিণী এমএমএস ২'র মতো বিতর্কিত হিট ছবিতে অভিনয় করে নজর কেড়েছেন। অথচ এরপর বেশিরভাগ ছবিতেই 'বোল্ড' চরিত্রের অফার পাচ্ছেন।
লোকের ভুল ভাঙাতে তাই সানি আজকাল বিভিন্ন পার্টি, ফ্যাশন শোয়ে সালোয়ার, লেহেঙ্গা পরে ঘুরছেন!