আবারও জুটি হয়ে অভিনয় করছেন অপূর্ব ও শখ। 'ভ্যারিয়েশন' শিরোনামের নাটকটি পরিচালনা করেছেন বি ইউ শুভ। দাম্পত্য জীবনে স্বামী-স্ত্রীর মধ্যে নানান ঝামেলা থাকার পরও ভালোবাসার কারণেই সংসার টিকে থাকে_ এই বিষয়টিই 'ভ্যারিয়েশন' নাটকের মূল বিষয়বস্তু। এরই মধ্যে নাটকটির শুটিং সম্পন্ন হয়েছে। আবারও শখের সঙ্গে কাজ করা প্রসঙ্গে অপূর্ব বলেন, 'শখ আগের চেয়ে অভিনয়ে অনেক ভালো করেছেন। নতুন নাটকে আমরা অভিনয় বেশ উপভোগ করার চেষ্টা করেছি।'
শখ বলেন, 'মাসজুড়ে নাটকে কাজ করি না আমি। ভালো গল্প পেলেই কাজ করার চেষ্টা করি। ভ্যারিয়েশন নাটকের গল্প ভালো লেগেছে। তা ছাড়া অপূর্ব ভাইয়া ভীষণ কো-অপারেটিভ। তাই কাজটি করেছি বেশ স্বাচ্ছন্দ্য নিয়ে।' আসছে ঈদে একটি স্যাটেলাইট চ্যানেলে নাটকটি প্রচার হবে।
এদিকে গত মঙ্গলবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় শখ পরের দিন বুধবার সাখাওয়াত হোসেন মানিকের একটি নাটকের শুটিং করতে পারেননি। এ জন্য তিনি পরিচালকের কাছে গভীরভাবে দুঃখ প্রকাশ করেছেন। নাটকটি প্রযোজনা করেছেন ভার্সেটাইল মিডিয়া।