একক নাটক নির্মাণে চয়নিকা চৌধুরীর সুনাম রয়েছে। কারণ তিনিই একমাত্র নির্মাতা যিনি ধারাবাহিকের পিছনে না দৌড়ে শুধু একক নাটক এবং টেলিফিল্ম নির্মাণ করে যাচ্ছেন। সম্প্রতি তিনি ক্যারিয়ারের ২৫০তম নাটকের শুটিং শুরু করেছেন। এতে অভিনয় করছেন আনিসুর রহমান মিলন, রিচি সোলায়মান এবং অপূর্ব। নজরুল ইসলামের রচনায় নাটকটির শিরোনাম 'ভাঙনকাল'। নাটকটির কিছু অংশের শুটিং হয়েছে। বাকি অংশের শুটিং হবে।
২৫০তম নাটক প্রসঙ্গে চয়নিকা বলেন, 'আমার এই চলার পথে আমি অনেকের কাছে কৃতজ্ঞ। অনেকের সহযোগিতায় আমি তিলে তিলে এ পর্যন্ত এসে পেঁৗছেছি। তবুও আমি মনে করি, আমি মেধাবী নির্মাতা নই। এখনো শিখছি। প্রতিনিয়ত নতুন নতুন জ্ঞান আমাকে সমৃদ্ধ করছে। যখন মনে করব আমি কিছু শিখতে পেরেছি, তখন চলচ্চিত্র নির্মাণে হাত দেব।'
একক নাটক নির্মাণ প্রসঙ্গে তিনি বলেন, 'আসলে একক নাটক কিংবা টেলিফিল্ম নির্মাণ করে আমি তৃপ্তি পাই। কারণ গল্পটি নিয়ে খেলা যায়। নির্মাণে মনোযোগ দেওয়া যায়। যেটা ধারাবাহিকে সম্ভব নয়। ধারাবাহিক থেকে অর্থ উপার্জনই এখন মুখ্য হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আমি একক নাটক কিংবা টেলিফিল্ম নিয়ে বেশ আছি।'