রিয়াজ এখন নিয়মিত নাটকে অভিনয় করছেন। ছোটপর্দায় তার এই নিয়মিত অভিনয়ে বেশির ভাগ নাটকই তিশার বিপরীতে। সম্প্রতি তারা আবারও জুটি হয়ে অভিনয় করেছেন। সুমন আনোয়ারের রচনা-পরিচালনায় নাটকটির শিরোনাম 'ছায়াবৃক্ষের রাজকন্যা'। নাটকের গল্পে রিয়াজ হচ্ছেন একজন ফটোগ্রাফার, আর তিশা সাঁওতাল কন্যা। সাধন নামের এক স্বজাতি তরুণের সঙ্গে রানীর [তিশা] মনের বন্ধন আছে। কিন্তু কখনো বলা হয়নি ভালোবাসার কথা। এরই মধ্যে তাদের চা বাগানে এক দিন শহর থেকে একজন ফটোগ্রাফার [রিয়াজ] আসেন। তিনি ছবি তুলে বেড়ান। রানীর প্রচুর ছবি তোলেন। রানীর সঙ্গে ফটোগ্রাফারের সুন্দর একটি সম্পর্ক তৈরি হয়। কিন্তু সেটা প্রেম নয়। তবে সাধন প্রেম ভেবে নানা সমস্যা তৈরি করে। এভাবেই চলছিল। হঠাৎ এক দিন রানীকে তুলে নিয়ে যায় কিছু গুণ্ডা। রাতভর তার খোঁজ নেই। ফিরে আসে সকালে। ততক্ষণে সব হারিয়ে শান্ত রানী। সাধন তাকে আর ভালোবাসে না, ফিরিয়ে দেয়। তখনই অবাক করে দিয়ে ফটোগ্রাফার বলে, সে তাকে বিয়ে করবে। এমনই গল্প নিয়ে নির্মিত নাটকে আরও অভিনয় করেছেন আয়শা মনিকা, রওনক হাসান, জলি পাল, উজ্জ্বল কবির হিমু প্রমুখ। নাটকটি ঈদে বাংলাভিশনে প্রচার হবে।