এবার চলচ্চিত্রে অভিনয় করবেন ছোট পর্দার জনপ্রিয় নায়ক জিতু আহসান। চলচ্চিত্রের শিরোনাম 'আমরা যারা মা বাবা'। এটি পরিচালনা করবেন অভিনেতা জয়। চলচ্চিত্রটি নির্মাণ হবে ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে। নির্মাতা জানান, চলচ্চিত্রের নাম পরিবর্তন হতে পারে। জুন মাসে এর শুটিং শুরু হবে। অন্যদিকে জিতু আহসান প্রথমবারের মতো বড় পর্দায় আসছেন। দেরিতে হলেও বড় পর্দায় আসতে পেরে তিনি খুশি। চলচ্চিত্রের পাণ্ডুলিপি ও গীত রচনা করেছেন নির্মাতা শাহরিয়ার নিজাম জয়। এর গল্প গড়ে উঠেছে পরিবারকে ঘিরে। এতে জয় নিজেও অভিনয় করবেন। এ ছাড়া অন্য প্রধান অভিনয়শিল্পীর মধ্যে থাকছেন মৌসুমী নাগ ও নওশীন।