পাবনার বেড়া থানার নাকালিয়া গ্রামের ছেলে নাট্যপরিচালক বি ইউ শুভ। ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল মিডিয়ায় কাজ করার। সেই স্বপ্ন পূরণে সহযোগিতার হাত বাড়িয়ে দেন পরিচালক আকরাম খান। তার সঙ্গে তিন বছর কাজ করার পর একদিন বি ইউ শুভ নিজেই নির্মাণ করেন অপূর্ব ও শখকে নিয়ে নাটক 'চেনা চেনা লাগে'। এরপর থেকে এ পর্যন্ত ৪৯টি নাটক-টেলিফিল্ম নির্মাণ করেছেন তিনি। চলতি সপ্তাহেই বি ইউ শুভ তার ক্যারিয়ারের ৫০তম নাটকটি নির্মাণ করতে যাচ্ছেন। নাটকের গল্প লিখেছেন মশিউল আলম। নাটকের নাম 'শেষ সাত দিন'। বি ইউ শুভ বলেন, 'দর্শকের ভালোবাসা আর মিডিয়ার সবার সহযোগিতায় আজ আমি একটি অবস্থানে পেঁৗছতে পেরেছি। আশা করি, আগামীতে আরও ভালো ভালো কাজ দর্শকদের উপহার দিতে পারব। তবে আমি সবচেয়ে বেশি কৃতজ্ঞ ভার্সেটাইল মিডিয়ার কর্ণধার আরশাদ আদনান স্যারের কাছে। তিনি আমাকে নাটক নির্মাণের ক্ষেত্রে যে সাপোর্ট দিয়েছেন তা কেউ দিতে পারেননি।'