ওপার বাংলার রাম মুখার্জি পরিচালিত 'ছেড়ে যাসনা' ছবির শুটিংয়ের ফাঁকেই মা, ভাই, স্ত্রী-সন্তানের সঙ্গে জন্মদিন উদযাপন করতে গতকাল ঢাকায় এসে পৌঁছেছেন চিত্রনায়ক ফেরদৌস। আজ ৭ জুন তার জন্মদিন। বনানীর বাসায় ফেরদৌস আজ মা আছিয়া আশরাফ, স্ত্রী তানিয়া রেজা, ছোট ভাই চিত্রনায়ক তৌফিক ও দুই মেয়ে নুজহাত ফেরদৌস ও নামিরা ফেরদৌসকে নিয়ে ঘরোয়াভাবে জন্মদিন উদযাপন করবেন। ফেরদৌস বলেন, 'মহান আল্লাহর কাছে শুকরিয়া যে, আল্লাহ আমাকে সব সময় সুস্থ রাখেন। এভাবে সুস্থ থেকেই সবার জন্য ভালো ভালো কাজ করে যেতে চাই। চাই সবার দোয়া আর ভালোবাসা। '