সেরা মার্কস অলরাউন্ডার ২০১৪ খুঁজে বের করতে এবার মার্কস ফুলক্রিম মিল্ক পাউডারের সঙ্গে যুক্ত হলেন দেশের সেরা ৩ অলরাউন্ডার বিচারক_ পার্থ বড়ুয়া, শমী কায়সার ও রুমানা রশিদ ঈষিতা। ইতিমধ্যে এনটিভির পর্দায় সম্প্রচার হওয়া শুরু হয়েছে 'মার্কস অলরাউন্ডার ২০১৪' জোনভিত্তিক বিভাগীয় পর্যায়ের পর্বগুলো। সম্প্রতি চট্টগ্রাম বিভাগের পর্ব দিয়ে শুরু হয় এ সম্প্রচার। সারা দেশের ২৫টি জোনের প্রায় সাড়ে তিন লাখের মতো প্রতিযোগী ৭টি বিষয়ে অংশগ্রহণ করে প্রাথমিক সিলেকশন রাউন্ডে। সেখান থেকে বিভাগীয় পর্যায়ে সেরা ২৫০০ প্রতিযোগীকে মাঠ পর্যায় থেকে বেছে আনার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন দেশের সেরা সব শিল্পী। বিভাগীয় পর্যায় থেকে জাতীয় পর্যায়ের জন্য বেছে আনা হয় দেশসেরা ১০০ জন অলরাউন্ডারকে, যাদের প্রত্যেকের স্কুলকে মার্কস ফুলক্রিম মিল্ক পাউডারের পক্ষ থেকে দেওয়া হবে মোট ১০০টি কম্পিউটার। এ সেরা ১০০ জন প্রতিযোগী থেকে প্রাথমিক ও মাধ্যমিক গ্রুপের ১৩ জন করে মোট ২৬ জন প্রতিযোগী চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করবে।