হানি সিংয়ের দিনকাল বলা যায় ভালোই যাচ্ছে। লুঙ্গি ডান্স গান দিয়ে শ্রোতাদের মন জয় করে নিয়েছেন ভারতের এই পপতারকা। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে। সিনেমার গানের পাশাপাশি নিজের অ্যালবামের ওপরও জোর দিয়েছেন হানি সিং।
এদিকে, গানের পাশাপাশি এ শিল্পী একের পর এক জুটি বেঁধেছেন সুন্দরীদের সঙ্গেও। প্রথমে 'রাগীনী এমএমএস' ছবিতে সানি লিওনের সঙ্গে তাকে দেখা গেছে। সম্প্রতি সোনাক্ষী সিনহাকে নিয়ে একটি ভিডিও অ্যালবাম করেছেন হানি। আর এবার তার নুতন অ্যালবামে আসছেন উর্বশী রাউতেলা। ইতোমধ্যে লন্ডনের রয়্যাল অ্যাকাডেমি অব ড্রামাটিকে রিহার্সালও সেরে নিয়েছেন তারা। টুইটারে ছবি দিয়ে তথ্যটি নিজেই জানিয়েছিলেন হানি।