সোশ্যাল মিডিয়ায় আজও বলিউড অভিনেত্রী রানী মুখার্জীর সঙ্গে তাঁর ফ্যানদের যোগাযোগের কোন পথ নেই। তবে মর্দানি মুক্তির পর সোশ্যাল মিডিয়ায় নাম এন্ট্রি করার কথা ভাবছেন মুম্বাই ক্রাইম ব্রাঞ্চের অফিসার শিবানী শিবাজী রায়।
বলিউডের প্রথম সারির নায়িকার তালিকায় উঠে আসে রানি মুখার্জীর নাম। আর সেই সুবাদে রানি ফ্যানের সংখ্যাও নেহাতই কম নয়। তাঁর মতে সোশ্যাল মিডিয়া অনেক সময় ব্যক্তিগত জীবনের ওপর প্রভাব ফেলে। ব্যক্তিগত জীবনকে পাবলিক করতে চান না বলেই বন্ধু-বান্ধবের সঙ্গেও বিশেষ যোগাযোগ রাখেন না তিনি। তবে তাঁর ফ্যানদের কখনো নিরাশ করবেন না সেই ব্যপারটি অবশ্য নিশ্চিত করেছেন রানী মুখার্জী।