বর্তমানে চলচ্চিত্রের গান নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন কণ্ঠশিল্পী কণা। সম্প্রতি নতুন একটি আইটেম গানে কণ্ঠ দিলেন তিনি। 'দিলেতে চোট লেগেছে, তার ছিঁড়েছে ব্রেনে।' শিরোনামের গানটির কথা লিখেছেন শাহান কবন্ধ, সুর ও সংগীত পরিচালনা করেছেন ফুয়াদ আল মুক্তাদির। আলভী আহমেদ পরিচালিত 'ইউ টার্ন' ছবির জন্য তৈরি হয়েছে গানটি। শীঘ্রই এর দৃশ্যায়ন হবে। এদিকে সুবীর নন্দীর সঙ্গে প্রথমবার দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন কণা। রওশন আরা নীপা পরিচালিত 'মহুয়া সুন্দরী' ছবির গানটির কথা লিখেছেন তাপস চৌধুরী, সুর ও সংগীত পরিচালনা করেছেন অমিত চট্টোপাধ্যায়। অন্যদিকে কণার ফ্যানপেজ ফেসবুক কর্তৃপক্ষ ভেরিফায়েড করেছে। সব মিলিয়ে চলচ্চিত্রে প্লেব্যাক ও সমসাময়িক নানা বিষয় নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি।
এ প্রসঙ্গে কণা বলেন, চলচ্চিত্রের জন্য এবার যে দুজন মানুষের সঙ্গে আমি কাজ করলাম, তাদের সঙ্গে এটি আমার প্রথম কাজ। ফুয়াদ ভাইয়ের সঙ্গে আমি যে গানটি করেছি মূলত এটি একটি আইটেম গান। আর আইটেম গানে ফুয়াদ ভাইয়ের সঙ্গে এটি আমার প্রথম কাজ। অন্যদিকে সুবীরদার সঙ্গে আরও একটি কাজ করলাম। আমি দাদার গানের অনেক ভক্ত। আর তার সঙ্গে চলচ্চিত্রের গানে কাজ করতে পেরে ভালো লাগছে। আশা করছি দর্শকদেরও ভালো লাগবে।