কাজের ব্যস্ততা কেমন?
এতটাই কাজে ব্যস্ত আছি যে, কি করে যে রাত-দিন কাটছে বুঝতে পারছি না। একদিকে আমার অফিসের কাজ অন্যদিকে বিচারকের দায়িত্ব। সব মিলিয়ে ব্যস্ততার মধ্য দিয়ে দিন কাটছে।
বিচারকের দায়িত্ব পালন কেমন উপভোগ করছেন?
বিচারকের দায়িত্ব পালন করা সত্যিকারার্থে কঠিন বিষয়। তাই এ প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বের প্রস্তাব পেয়ে প্রথমে কিছুটা ভয় পেয়েছিলাম। কারণ আমি ব্যক্তিজীবনে কয়েকবার বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণের সুবাদে বিচারকদের মুখোমুখি হয়েছি। তাই বিচারকের কথা মনে পড়লেই চোখের সামনে একটা রাশভারী অবয়ব ভেসে ওঠে। তবে এখন আমি এ দায়িত্বটি বেশ উপভোগ করছি। কারণ এ প্রতিযোগিতার কারণে দেশের আনাচে-কানাচে ছড়িয়ে-ছিটিয়ে থাকা বহুমুখী প্রতিভাধর ছেলেমেয়েদের গুণাগুণ খুব কাছ থেকে দেখার সুযোগ পাচ্ছি।'
অভিনয় কমিয়ে দিলেন কেন?
কারণ ব্যক্তিগত কাজের চাপ ক্রমশই বাড়ছে। তাই আমার পক্ষে নিয়মিত অভিনয় চালিয়ে যাওয়া সম্ভব নয়। এ ছাড়া রিয়েলিটি শোর বিচারকের দায়িত্ব যখন পালন করছি, এ শোয়ের জন্য আমাকে মাঝেমধ্যেই ঢাকার বাইরে শুটিংয়ে যেতে হচ্ছে। সব মিলিয়ে অভিনয়ের জন্য সময় বের করা সত্যিই কঠিন হয়ে দাঁড়িয়েছে। এ ছাড়া শীঘ্রই প্রচার শুরু হচ্ছে চ্যানেল আই লাঙ্ সুপার স্টার-এর আসর। চলছে ভিটের ব্যাকরাউন্ডের কাজ।
আপনি তো নাটক লেখেন ও পরিচালনা করেন। তার কি হবে?
দুটি কাজ আমি একেবারে শখের বশেই করছি। প্রফেশনালি করলে একটা চাপ থাকে। আমি সেই চাপটা এখন নিতে পারব না। কিন্তু আমার মাথায় কোনো আইডিয়া এলে আমি তা লিখে ফেলি। পরে নির্মাণ করি।
মিডিয়ার অতীত ও বর্তমান, পার্থক্য কী?
পার্থক্য তো অবশ্যই আছে। বিশেষ করে টেকনিক্যাল সাইডটিতে বর্তমান মিডিয়া অনেক এগিয়েছে। আমরা যখন শুরু করেছিলাম তার থেকে এখনকার নির্মাণশৈলী অনেক পরিপক্ব হয়েছে। এ ছাড়াও এখন যারা কাজ করছেন তারা সব কিছু শিখে তারপর কাজ করছেন। এখনকার পরিচালকরা অনেক মেধাবী এবং সৃষ্টিশীল কাজ করার জন্য প্রস্তুত। টেলিভিশন নাটক এখন একটি ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছে। মিডিয়ায় আগের চেয়ে প্রফেশনালিজম বেড়েছে।
অনেক নতুন পরিচালকের অভিযোগ, তাদের নাটক টিভি চ্যানেলগুলো নিতে চায় না। বিষয়টি নিয়ে আপনি কি বলেন?
প্রতিযোগিতার এ বাজারে একটু কষ্ট করতেই হবে। কিন্তু আমি বিশ্বাস করি, নতুন পরিচালকরা অনেক ভালো কাজ করছেন। তাদের কাজ টিভিতে আসা উচিত।
আলী আফতাব