বলিউডের ব্ল্যাক বিউটি বিপাশা বসু। ছবির কাজ থেকে সংসার গোছানোর কাজ নিয়ে বর্তমানে বেশি ব্যস্ত তিনি। এরই মধ্যে তিনি ঘোষণা দিয়েছেন এই বছরের শেষে বিয়ে করবেন। তাই মিডিয়ায় তেমন একটা নেই বললেই চলে বিপাশা। কিন্তু সম্প্রতি আবারও খবরের শিরোনামে ওঠে এলেন বিপাশা। আর বিষয় নেই পোশাক। ট্র্যাডিশনাল লুক থেকে ওয়েস্টার্ন পোশাক- সব কিছুতেই বেশ স্বাচ্ছন্দ্য বি-টাউনের এ নায়িকা। বিকিনি পরে বড় পর্দায় অভিনয় করতেও কোনো সমস্যা নেই বিপাশা বসুর, সে কথাও স্পষ্ট জানিয়ে দিলেন তিনি। তার মতে, বিকিনি পরে যদি নিজেকে সুন্দরভাবে মেলে ধরা যায় তাহলে কোনো সমস্যাই নেই। এমনকি কখনো কখনো কোনো গ্ল্যামারাস মুভিতে বিকিনি অন্য মাত্রাও এনে দিতে পারে। তিনি বলেন, 'চলচ্চিত্রে পোশাক একটি বড় ফ্যাক্টর। গল্পের সঙ্গে মিল রেখে আমি সব ধরনের পোশাক পরতে রাজি আছি। অভিনয়ে আমি কোনো ছাড় দিতে রাজি নয়। ধুম-টু, প্লেয়ারস, রাজ-থ্রি, হামসকলস'র মতো বেশ কিছুতে বিকিনি পরে অভিনয় করতে দেখা গেছে বিপাশাকে। ধুম টু-তে বিকিনি পরার পর থেকে নিজেকে নাকি আরও বেশি ফিট রাখেন বলিউডের বং বিউটি।