এবার বড় পর্দায় জুটি বাঁধলেন ইমন ও পুষ্পিতা। এই জুটি অভিনীত 'কখনো ভুলে যেওনা' ছবিটি মুক্তি পাচ্ছে কাল। ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে মোস্তাফিজুর রহমান বাবু নির্মিত এই ছবির আরেক নায়িকা হলেন তানি। নির্মাতা বলেন, রোমান্টিকতার পাশাপাশি এতে পারিবারিক ইমোশন এবং অ্যাকশন স্থান পেয়েছে। দর্শক অন্যরকম গল্পের এই ছবিটি সাদরে গ্রহণ করবে। কারণ সুস্থ বিনোদনের সব উপকরণ আছে এই ছবিতে। ছবির কাহিনী ও সংলাপ লিখেছেন কমল সরকার। নির্মাতা বলেন, ইমন অসাধারণ অভিনয় করেছেন এবং নতুন হলেও পরিপক্ব কাজ করেছেন পুষ্পিতা ও তানি। এই ছবিতে আরও অভিনয় করেছেন আহমেদ শরীফ, মিজু আহমেদ, মানস বন্দ্যোপাধ্যায় প্রমুখ।