সম্প্রতি পপসংগীতের জনক মাইকেল জ্যাকসনের একটি নতুন মিউজিক ভিডিও মুক্তি পেয়েছে টুইটারে। এই প্রথম টুইটারে কোনো মিউজিক ভিডিও মুক্তি পেল। আ প্লেস উইথ নো নেম মিউজিক ভিডিওটি গত ১৪ আগস্ট টুইটারে মুক্তি পাওয়ার পরই ঝড়ের গতিতে ভিডিওটি শেয়ার হতে থাকে বিশ্বজুড়ে। জ্যাকসনের এই ভিডিওটি ১৯৭২ সালের 'আ হর্স উইথ নো নেম' এর অনুপ্রেরণায় তৈরি হয়েছে। টুইটারে মুক্তি পেয়ে ভিডিওটি প্রায় পুরো মিউজিক ভিডিওর রেকর্ড ভেঙে দিয়েছে। মাইক্রো ব্লগিং সাইটটির মুখপাত্র শ্যাভন চার্লস জানিয়েছেন, এই প্রথমবার টুইটারে এত দ্রুত রি টুইটের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। সমগ্র বিশ্বে মাইকেল জ্যাকসনের প্রায় ১.৫ বিলিয়ন ফলোয়ার আছে টুইটারে এবং ভিডিওটি মুক্তি পাওয়ার ১২ ঘণ্টার মধ্যে ১৫,৬৩৯ টি রি-টুইট হয়েছে। মাইকেল জ্যাকসনের এই নতুন ভিডিওটি টুইটারে ছাড়াও গত ১৬ আগস্ট নিউইয়র্ক শহরের টাইম স্কয়ারেও মুক্তি পেয়েছে।