রাতুলের স্বপ্ন অনেক বড় ফটোগ্রাফার হওয়ার। যে কারণে অনেক সময় প্রেমিকা টিনাকেও সময় দিতে পারে না। অফিসের বসের সঙ্গে একদিন টিনাকে আলাপ করিয়ে দেয় রাতুল। ঘটনা মোড় নেয় তখন থেকেই। নাটকে রাতুল চরিত্রে রয়েছে নিশো, টিনা চরিত্রে শায়না আমিন এবং বসের চরিত্রে অভিনয় করেছেন আজিজুল হাকিম। দ্য বিগ এ কমিউনিকেশন প্রোডাকশন হাউস থেকে নির্মিত এবং অলি আহমেদের চিত্রনাট্য এবং পরিচালনায় নাটকটি আগামী কোরবানির ঈদ উপলক্ষে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে। নাটকটির নির্বাহী প্রযোজক তানভীর হাসান ও তৌফিক অপু।