সদ্য মুক্তি পাওয়া 'সিংঘাম রিটার্নস' ছবির ভূয়সী প্রশংসা করেছেন 'র্যাম্বো' খ্যাত হলিউডের ডাকসাইটে অ্যাকশন তারকা সিলভেস্টার স্ট্যালোন। শুধু তাই নয়, ছবিটির নাম ভূমিকায় অভিনয় করা বলিউড অভিনেতা অজয় দেবগনকে ভারতের র্যাম্বো বলে অভিহিত করেছেন স্ট্যালোন। রোহিত শেঠি পরিচালিত পুরোদস্তুর অ্যাকশন ছবি 'সিংঘাম রিটার্নস' মুক্তি পেয়েছে ১৫ আগস্ট। দারুণ ব্যবসা করছে ছবিটি। মাত্র তিন দিনে ছবিটির আয় ৫০ কোটি রুপি ছাড়িয়ে যায়। ব্যবসায়িক সফলতার কারণে এমনিতেই দারুণ খুশি ছবির দলের সব সদস্য। এবার সিলভেস্টার স্ট্যালোনের মতো তারকা ছবিটির প্রশংসা করায় নিঃসন্দেহে তাদের খুশির মাত্রা বহুগুণ বেড়ে গেছে।