পিকে ছবির নতুন পোস্টারে আমির খানকে দেখা গেছে বাদকের বেশে। পরনে ঢোলা পায়জামা, গুজরাটি কুর্তা, চোখে সানগ্লাস, হাতে ফরাসি হর্ন। গতকাল বুধবার পোস্টারটি প্রকাশ হয়েছে।
এর আগে 'পিকে' সিনেমার পোস্টারে আমিরের নগ্ন ছবি নিয়ে রীতিমতো হৈচৈ পড়ে যায়। আর এ কারণে এবার আমিরের শরীর ঢেকেই নতুন পোস্টার সাজানো হলো।
রাজকুমার হিরানি পরিচালিত 'পিকে' মুক্তি পাবে আগামী ১৯ ডিসেম্বর। ছবিটিতে আমির খানে সঙ্গে রয়েছেন সঞ্জয় দত্ত, আনুশকা শর্মা ও সুশান্ত সিং রাজপুত।