বলিউডের 'শাহজল' রোমান্সকে ফেরত আনছেন পরিচালক রোহিত শেঠি। 'সিংহাম রিটার্নস' বড় সাফল্য পাওয়ার পর এবার রোহিত শুরু করছেন নতুন সিনেমার কাজ। আর এতে একসঙ্গে দেখা যাবে শাহরুখ-কাজলকে।
শোনা যাচ্ছে, আগামী বছর এপ্রিলের মধ্যে সিনেমার শ্যুটিংয়ের কাজ শুরু হবে। আর কিছুদিনের মধ্যেই নতুন সিনেমার কথা ঘোষণা করবেন রোহিত।
'চেন্নাই এক্সপ্রেস'-এর দুরন্ত সাফল্যের পর শাহরুখ রোহিতের সঙ্গে কাজ করতে চেযেছিলেন। অন্যদিকে, ঘনিষ্ঠ বন্ধু অজয দেবগনকে রোহিত জানান তিনি পরের সিনেমায় কাজলকে নিতে চান।
কিছু সিনেমার গানের দৃশ্য বাদ দিলে শাহরুখ-কাজলকে একসঙ্গে শেষবার পর্দায় দেখা গিয়েছিল ২০১০ সালে 'মাই নেম ইজ খান' সিনেমায়।