চাকরির ইন্টারভিউ দিতে দিতে চরম হতাশ সাকিব। এই অভিশপ্ত জীবন থেকে সাকিব মুক্তি চায়। এই মুক্তির পথ খুঁজে পায় না সাকিব। এর মধ্যেই তার জীবনে ঘটে এক অলৌকিক ঘটনা। গভীর রাতে ঘটনাচক্রে বোরখা পড়া মহিলার কাছ থেকে একটা পারফিউম পায় সাকিব। এই অদ্ভুত পারফিউম সাকিবের জীবনের মোড় ঘুরিয়ে দেয়। তর তর করে সাফল্য আসতে থাকে। এতো সহজে সাফল্য সাকিবকে ধরা দেবে কেউই ভাবেনি। ভাবেনি সাকিব নিজেও। এক সময় আবিষ্কার করে এসবের পেছনে একটা পারফিউমের সংশ্লিষ্টতা রয়েছে।
সাকিব প্রবলভাবে বিশ্বাস করতে থাকে পারফিউমের প্রভাবেই তার সব সাফল্য। আর পারফিউম না মাখলেই কোনো না কোনো একটা বিপদে পড়ে যায় সে। তাহলে কী সব পারফিউমটার ম্যাজিক? এক সময় পারফিউমটা শেষ হয়ে আসে। আর সাকিব পাগলের মতো রাস্তায়, ফুটপাতে.. দোকানে পারফিউম খুঁজতে থাকে। কিন্তু সেই সুবাস আর খুঁজে পায় না। পারলে গাছ থেকেও সুবাস নিতে চায় সাকিব। এরপর গল্প মোড় নেয় অন্যদিকে।
এমনই ভিন্নধর্মী এটি গল্প নিয়ে পরিচালক সাজ্জাদ সুমন নির্মাণ করেছেন ঈদের বিশেষ নাটক 'পারফিউম'। টাইমস ইনোভেশনের প্রযোজনায় নাটকটি লিখেছেন রণক ইকরাম। আর অভিনয়শিল্পীরা হলেন নিশো, মেহজাবিন, শম্পা রেজা, কে এস ফিরোজ, ইশরাত জাহান ইশা, অহনা পিয়া প্রমুখ।
পরিচালক সাজ্জাদ সুমন বলেন, 'অনেকদিন পর একটু অন্য ধরনের একটা গল্প নিয়ে কাজ করলাম। গল্পে দারুন চমক আছে। আর চমক রয়েছে নাটকের দৃশ্যায়নেও।'
উল্লেখ্য, নাটকটি ঈদুল আজহায় যে কোনো একটি চ্যানেলে প্রচারিত হবে।