হলিউড-বলিউড সবখানে এখন ‘আইস বাকেট’ চ্যালেঞ্জের ছড়াছড়ি। এই পদ্ধতিতে নিজের গায়ে বরফ ঢেলে অন্যকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া হয়। এ চ্যালেঞ্জে ইতোমধ্যে ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ, বলিউড তারকা বিপাসা বসুসহ অনেক খ্যাতনামারা নাম লিখাতে বাধ্য হয়েছেন। সম্প্রতি 'অ্যাভাটার'খ্যাত জোয়ি স্যালডানাকে এই চ্যালেঞ্জ দেন অভিনেতা জেমস গান। আর তখনই জানা যায় তিনি সন্তানসম্ভবা।
চ্যালেঞ্জের মুখে ৩৬ বছর বয়সী হলিউডের এই অভিনেত্রী জানান, তিনি সন্তানসম্ভবা। তাই তার পক্ষ থেকে এই চ্যালেঞ্জের মুখোমুখি হবেন স্বামী মার্কো পেরেগো।
কিন্তু এর আগে স্যালডানা তার অন্তঃসত্ত্বা হওয়ার কথা প্রকাশ করেননি। এই চ্যালেঞ্জের সুবাদে সেই সুখবর গোপন রইলো না। ভিডিওতে জোয়ি নিজের শারীরিক আকৃতি বৃদ্ধির দিক দেখিয়ে বলেছেন, 'আমি জেমস গানের এই চ্যালেঞ্জ গ্রহণ করছি। কিন্তু আমি মা হতে যাচ্ছি বলে কাজটি নিজে করতে পারছি না। তবে আমার পক্ষ থেকে আমার স্বামী এই চ্যালেঞ্জের উত্তর দেবে।'
সন্তানের দিকে তাকিয়ে চ্যালেঞ্জ নিজের কাঁধে তুলে নিয়েছেন মার্কো পেরেগো। এই খেলার নিয়ম হলো নিজে চ্যালেঞ্জ পূরণের পর অন্য কাউকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া। জো খেলার নিয়ম অনুযায়ী জেমস ক্যামেরন, সালমা হায়েক-সহ আরও দু’জনকে এই চ্যালেঞ্জের মোকাবেলা করার আহ্বান জানান। স্নায়ুকোষের রোগ বিষয়ক সচেতনতা বৃদ্ধি ও চিকিৎসা ফান্ড তৈরির জন্য আইস বাকেট চ্যালেঞ্জের উৎপত্তি।
জোয়ি স্যালডানার ‘গার্ডিয়ান্স অব দ্য গ্যালাক্সি’ ছবিটি সম্প্রতি মুক্তি পেয়েছে। বিশ্বব্যাপী বক্স অফিসে মারাকাটারি ব্যবসা করেছে এটি।