পুরনো প্রেমিকা বলে কথা। আচমকা সামনে পড়ে গেলে একটু অস্বস্তি তো লাগতেই পারে। লাগতে পারে কি, তাই লাগলো বটে বলিউড অভিনেতা শহীদ কাপুরের। শহীদ কাপুর তার পুরনো প্রেমিকা প্রিয়াঙ্কা চোপড়াকে দেখে সোজা গিয়ে লুকালেন তার সাজসজ্জার ভ্যানে।
শহীদ সম্প্রতি তার নতুন ছবি ‘হায়দার’-এর প্রচারণার জন্য নাচের অনুষ্ঠান ‘ঝলক দিখলা জা’য় অতিথি হিসেবে গিয়েছিলেন। সেটে গিয়ে দেখেন সেখান আগে থেকেই হাজির প্রিয়াঙ্কা। কি আর করা। দু’জনই যেন অপ্রস্তুত হয়ে না পড়েন সেজন্য শহীদ তার সাজসজ্জার গাড়িতে গিয়ে মুখ লুকান। প্রিয়াঙ্কা না যাওয়া পর্যন্ত গাড়ি থেকে বের হওয়ার বিন্দুমাত্র চেষ্টা করেননি তিনি।
প্রিয়াঙ্কার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কথা ‘কফি উইথ করণ’ অনুষ্ঠানে স্বীকার করেছিলেন শহীদ কাপুর। বিশাল ভরদ্বাজের ‘কামিনে’ (২০০৯) এবং কুনাল কোহলি পরিচালিত ‘তেরি মেরি কাহানি’ (২০১২) ছবিতে তারা একসঙ্গে অভিনয় করেন।