জাদুঘরের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০১৪ পালন উপলক্ষে আজ সকালে আহসান মঞ্জিল জাদুঘর (নওয়াববাড়ী, ঢাকা) জিয়া স্মৃতি জাদুঘর (চট্টগ্রাম), ওসমানী জাদুঘর (সিলেট) ও ময়মনসিংহের শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালায় শিশু-কিশোরদের জন্য চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয় জাদুঘর।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আহসান মঞ্জিল জাদুঘরে এই প্রতিযোগিতার উদ্বোধন করবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মিজানুর রহমান।
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক-ঘ এই চার ভাগে বিভক্ত হয়ে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।
আজ 'শিখণ্ডী কথা'র মঞ্চায়ন
শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে আজ মঞ্চায়ন হবে মহাকাল নাট্য সম্প্রদায়ের নাটক 'শিখণ্ডী কথা'। আনন জামান রচিত এই নাটকটির নির্দর্েশনায় রয়েছেন রশীদ হারুন।
বিভিন্ন চরিত্রের অভিনয়শিল্পীরা হলেন- মীর জাহিদ হাসান, পলি বিশ্বাস, উৎপল চক্রবর্তী, উজ্জ্বল আচার্য, হাবিবুর রহমান হাবিব, মো. শাহনেওয়াজ, সৈয়দ ফেরদৌস ইকরাম, কামরুজ্জামান সবুজ, সৈয়দ লুৎফর রহমান, ইকবাল চৌধুরী, বাঁধন, সোনিয়া ইসলাম, রিয়া চৌধুরী, সামিউল জীবন, ইমতু রাতিশ, সুমন দাশ, তৌহিদুর রহমান শিশির প্রমুখ।
শিল্পকলায় আট দিনব্যাপী নাট্যোৎসব
শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের উদ্যোগে কাল শনিবার শুরু হচ্ছে আট দিনব্যাপী সাহিত্য নির্ভর নাট্য আয়োজন। একাডেমির জাতীয় নাট্যশালার মূল হল, এঙ্পেরিমেন্টাল থিয়েটার হল, স্টুডিও থিয়েটার হল ও সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে মঞ্চায়ন হবে আট দিনব্যাপী এই নাট্য আয়োজন। আগামী ৩০ আগস্ট শেষ হবে আট দিনব্যাপী এই নাট্য আয়োজন।
অলিয়ঁস ফ্রঁসেজে শায়মের একক প্রদর্শনী
অলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকার জুম গ্যালারিতে আজ শুরু হচ্ছে শিল্পী শামা শায়মের জলরং চিত্রের ১৪ দিনব্যাপী একক প্রদর্শনী।
বিকাল ৫টায় 'সুন্দরের প্রতি নিবেদন' শীর্ষক এই প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন শিল্পী জামাল আহমেদ এবং শিল্পী শহীদ কবির।
জলরং-এ অাঁকা এই প্রদর্শনীতে শিল্পীর প্রায় ১৮টি চিত্রকর্ম স্থান পাচ্ছে। চিত্র প্রদশর্নীর ছবিগুলো সবই অ্যাক্রিলিক মাধ্যমে অাঁকা। ফুলকে বিষয়বস্তু রেখে বেশ কিছু ছবি প্রদর্শনীতে প্রাধান্য পেয়েছে। নগরজীবনের ব্যস্ততার মাঝে রাতের আকাশের মায়াভরা চাঁদে খুঁজে পাওয়া শান্তি সুখ শিল্পী তুলে ধরেছেন তার ছবিতে।
আগামী ৪ সেপ্টেম্বর শেষ হবে ১৪ দিনব্যাপী এই প্রদর্শনী।
ঢাকা আর্ট সেন্টারে শুরু হচ্ছে দলগত আলোকচিত্র প্রদর্শনী
ঢাকা আর্ট সেন্টারে কাল শনিবার শুরু হচ্ছে 'ভিন্নরূপে পুরুষ' শীর্ষক ২১ জন পেশাদার ও অপেশাদার শিল্পীর দলগত আলোকচিত্র প্রদর্শনী।
ছয় দিনব্যাপী এই প্রদর্শনীতে পরিবারের কাজের ক্ষেত্রে নারী-পুরুষের সাম্প্রতিক ও সহযোগিতার চিত্র তুলে ধরা হবে। ৯৭টি আলোকচিত্র দিয়ে সাজানো হবে এই প্রদর্শনী।
প্রদর্শনীর শেষ দিন ২৮ আগস্ট বিকালে অনুষ্ঠিত হবে সমাপনী আয়োজন। ওইদিন বিকালে জুরি বোর্ডের সদস্যরা আলোকচিত্র শিল্পীদের পুরস্কার প্রদান করবেন। * মোস্তফা মতিহার