'ধুম থ্রি' ছবিতে আমিরের ব্যবহৃত টুপিটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল। এমনকি ঘনিষ্ঠ বন্ধু সালমান খান 'বিগ বস' উপস্থাপনার সময় এ টুপিটি মাথায় দিয়েছিলেন। এখন সেই সালমানকেই নতুন একটি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন 'পিকে' তারকা আমির খান। আর সেই চ্যালেঞ্জ অনুযায়ী, পিকে’র প্রথম পোস্টারের মতো সালমানকেও প্যান্ট খুলেতে হবে!
সম্প্রতি প্রকাশ পেল রাজকুমার হিরানি পরিচালিত 'পিকে' ছবির দ্বিতীয় পোস্টার। এ পোস্টার প্রচারণা অনুষ্ঠানে উপস্থিত মিডিয়ার সামনে সালমানকে উদ্দেশ করে এমন চ্যালেঞ্জ করে বসেন আমির।
সে সময় তিনি বন্ধুকে উদ্দেশ্য করে বলেন, 'আমি সালমানের বন্ধুত্বের প্রমাণ চাই। ধুম থ্রি’র সময় সে আমার টুপি পড়েছিল। আমরা তো কতবারই সালমানকে শার্ট খুলে ফেলতে দেখেছি, এবার সালমান কি তার প্যান্ট খুলতে পারবে?'