চুটিয়ে প্রেম তো অনেকদিনই করলেন। এবার অনেকটা বাধ্য হয়েই বিয়ের পিড়িতে বসতে হচ্ছে আনুশকা-বিরাটকে। আর সেটা যতটা শীঘ্র সম্ভব ততই মঙ্গল। একটু খটকা লাগল কি?
মূলতঃ ঘটনার শুরু ইংল্যান্ডের বিপক্ষে পরপর দুই টেস্টে বাজেভাবে হেরে। ভারতীয় মিডিয়া এবং বোর্ড কর্তারা দাবি করছেন, প্রেমিকাকে নিয়ে এভাবে বিদেশ সফর করাতেই ভারতের এমন হাল। বোর্ড ইতোমধ্যে সিরিজ চলাকালীন খেলোয়াড়দের সঙ্গে প্রেমিকাদের ঘোরাঘুরির ওপর কাড়াকড়িও আরোপ করেছে।
কোহলি-আনুশকার একসঙ্গে থাকা নিয়ে দলের ভেতরে বাইরে গুঞ্জন সৃষ্টি হচ্ছে। ভারতীয় সংস্কৃতি অনুযায়ী এভাবে বিয়ে না করে একসঙ্গে থাকা তো নিয়মেই পড়ে না। মিডিয়ার প্রশ্ন- আনুশকা কোহলির কী হন? কোন সম্পর্কের সুবাদে তারা দু'জন দেশে-বিদেশে একসঙ্গে সময় কাটাচ্ছেন? আর এমন প্রশ্নে রীতিমতো বিব্রতকর অবস্থায় পড়তে হচ্ছে বোর্ড কর্তাদের। ইংল্যান্ড সফর থেকেই এই পরিস্থিতি বেশি জটিল আকার ধারণ করেছে।
বোর্ড সূত্রের খবর, এতে বিব্রত বোধ করছেন এই জুটিও। তাই তারা যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন। সবকিছু অনুকূলে থাকলে এ বছরই দুই জগতের দুই তারকা বিয়ের পিড়িতে বসতে পারেন। সূত্র: ইন্ডিয়া মেইল, ইন্টারনেট।