মহাশূন্যে বিনা খরচে ভ্রমণের সুযোগ পেয়েছেন আলোচিত সংগীতশিল্পী লেডি গাগা। তাই তিনি ফন্দি অাঁটছেন, এই সুযোগে বিয়েটাও সেরে ফেলবেন। মহাশূন্যে গিয়ে বিয়ে! ব্যাপারটা ঘটাতে পারলে আবারও আলোচনায় আসবেন তিনি। আর আলোচনায় থাকতে সব সময়ই ভালোবাসেন গাগা। মহাশূন্যে পারফরম্যান্স করতে রাজি হওয়ার কারণে বেঁচে যাচ্ছে গাগার আড়াই লাখ মার্কিন ডলার। আগামী বছর বিশ্বের প্রথম বাণিজ্যিক মহাকাশযাত্রা স্যার রিচার্ড ব্র্যানসনের ভার্জিন গ্যালাকটিক ফ্লাইটে ওড়ার সুযোগ নিচ্ছেন গাগাও। এই সফরে অভিনেতা প্রেমিক টেলর কিনি ছাড়াও সঙ্গী হবেন জাস্টিন বিবার, অ্যাস্টন কুচার, কেটি পেরি, ব্র্যাড পিট, অ্যাঞ্জেলিনা জোলির মতো অনেক তারকা। সেই সময়ই এক ঢিলে দুই পাখি মারতে চান গাগা।
সূত্র বলেছে, 'গাগা আর টেলর দুজনই আজীবনের জন্য মনে থাকে এমন একটা আয়োজন চান। মহাশূন্যের সেই ফ্লাইটে বিয়েটা সেরে ফেলা হবে তাদের জন্য বড় সুযোগ। হয়তো মহাশূন্যে কোনো যাজক বা ধর্মীয় আচারের সুযোগ থাকবে না কিংবা থাকবে না বিশাল অতিথির বহর। তবে তারা এটার পরোয়াও করছেন না। আজীবনের জন্য একে অন্যের পাশাপাশি থাকার প্রতিশ্রুতিটাই তাদের কাছে বড়। পৃথিবীর বাইরে ভ্রমণে গিয়ে তা চিরস্মরণীয় করে রাখাটাকে বড় সুযোগ হিসেবে দেখছেন লেডি গাগা।'