নাটকে অভিনয় করলেও বিদ্যা সিনহা মিমের মূল লক্ষ্য বড় পর্দা। ধীরে ধীরে সেখানে নিজের শক্ত অবস্থান তৈরির ছক অাঁকছেন। ছকে যোগ হলো আরও একটি নতুন ছবি। ছবির নাম 'সুইটহার্ট'। এ ছবিটির জন্য মৌখিকভাবে দীর্ঘদিন ধরে পরিচালকের সঙ্গে কথা হলেও সাম্প্রতিক সময়ে বিষয়টি চূড়ান্ত হয়েছে। 'সুইটহার্ট' ছবিটি পরিচালনা করছেন ওয়াজেদ আলী সুমন। ছবিতে মিমের নায়ক বাপ্পী। পাশাপাশি মিমের সঙ্গে ছোট্ট একটি চরিত্রে অভিনয় করবেন ইমনও। সম্প্রতি এই চলচ্চিত্র সংশ্লিষ্টরা বাপ্পী এবং মিমের একটি ছবি অনলাইনে প্রকাশ করেছেন। ছবিটি নিয়ে বেশ আলোচনা হচ্ছে সামাজিক যোগাযোগ সাইট ফেসবুকে। সবাই বাপ্পী-মিমের নতুন রসায়নকে ইতিবাচকভাবে দেখছেন। মিম বলেন, 'ছবিটির গল্প ভালো লেগেছে আমার। পাশাপাশি আমার বিপরীতে অভিনয় করছে বাপ্পী। সে এখন চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেতা। তার সঙ্গে জুটি বেঁধেছি। আশা করি দর্শক ভিন্নস্বাদ পাবে।'
জানা গেছে, আগামী মাসের মাঝামাঝি সময় থেকে 'সুইটহার্ট'র শুটিং শুরু হবে। গল্পে খ্রিস্টান মেয়ে বিলিনার চরিত্রে দেখা যাবে মিমকে। ইমনকে বিদেশফেরত ছেলে রিচার্ড আর বাপ্পীকে দেখা যাবে শিক্ষিত মোগল পরিবারের ছেলে জিসান চরিত্রে। এক সময় প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তারা। বর্তমানে ছবির শুটিং প্রস্তুতি চলছে।
এদিকে জানা গেছে, মিম নতুন আরও একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন। ছবিটি নির্মাণ করবেন অভিনেত্রী তানিয়া আহমেদ। শীঘ্রই লন্ডনে ছবির শুটিং শুরু হবে বলে একটি নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে। ছবির শিরোনাম 'গুড মর্নিং লন্ডন'। এ ছবির বিষয়ে জানতে চাইলে মিম আপাতত কিছু বলতে রাজি হননি।