কুমার বিশ্বজিৎ দ্বিতীয়বারের মতো একটি চলচ্চিত্রের সংগীত পরিচালনা করতে যাচ্ছেন। এর আগে বাণিজ্যিক ছবির সংগীত পরিচালনা করলেও এবার সরকারি অনুদানে নির্মিত ছবির সংগীত পরিচালনার দায়িত্ব নিয়েছেন। ছবির নাম 'সুতপার ঠিকানা'। ছবিটি নির্মাণ করতে যাচ্ছেন প্রসূন রহমান। ছবিতে মোট গান থাকবে ছয়টি। এর মধ্যে দুটি থাকবে সংগ্রহ আর বাকি মৌলিক চারটি গান লিখেছেন ছবির পরিচালক প্রসূন রহমান নিজেই। 'সুতপার ঠিকানা' ছবিটি মূলত মেয়েদের জন্মলগ্ন থেকে শেষ বয়স পর্যন্ত ধাপগুলোর গল্প। কুমার বিশ্বজিৎ জানান, ছবিতে সামিনা চৌধুরী, ন্যান্সিসহ আরও বেশ কয়েকজন গান গাইবেন। সরকারি অনুদানের ছবির সংগীত পরিচালনা প্রসঙ্গে কুমার বিশ্বজিৎ বলেন, 'যেহেতু নারীদের জীবন প্রবাহ'র ওপর ভিত্তি করে ছবিটির গল্প এগিয়ে যাবে তাই সিচুয়েশনাল গানই আমাকে করতে হবে। মূলত আশির দশকের পটভূমি নিয়ে শ্বাশত বাংলা গান, সত্যিকারের বাংলা করারই চেষ্টা করছি। আমি ভীষণ কৃতজ্ঞ পরিচালক প্রসূন রহমানের কাছে। তিনি আমাকে কাজটির জন্য নির্বাচন করেছেন।'