এবার একসঙ্গে দেখা যাবে অভিনেতা জনি ডেপ এবং তার মেয়ে লিলি রোজ মেলোডি ডেপকে। কমিক বই 'ইয়োগা হোজারস' অবলম্বনে রোমাঞ্চধর্মী ছবি নির্মাণ করছেন কেভিন স্মিথ। কানাডিয়ান থিম ট্রিলজি হিসেবেই ছবিটি মুক্তি পাবে। শুধু ডেপ আর তার মেয়েই নন, কেভিন স্মিথ এবং তার মেয়ে হারলি কুইন স্মিথও থাকছেন এই ছবিতে। ১৫ বছর বয়সী এই দুই তারকা কন্যাই থাকবেন ছবির কেন্দ্রীয় চরিত্রে।
ট্রিলজির প্রথম ছবি 'টাস্ক' সেপ্টেম্বরে টরেন্টো চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হবে। আর 'ইয়োগা হোজারস'র কাজও শুরু হবে শীঘ্রই।
কেভিন স্মিথ জানিয়েছেন, 'ইয়োগাপ্রেমী দুই'য়ে ১৫ বছর বয়সী কিশোরীর অভিযানই ওঠে আসবে গল্পে। কমিক বই থেকে গল্পটি নির্বাচন করায় অনেক কাল্পনিক বিষয় বাস্তবিকভাবে উপস্থাপন হবে।