ধীরে ধীরে প্রকট আকার ধারণ করছে 'ব্যাং ব্যাং' ভাইরাস। কৌতূহলী দর্শক এবার এই ভাইরাসে মাতোয়ারা। হৃতি্বক-ক্যাটরিনা অভিনীত 'ব্যাং ব্যাং'র ট্রেলারের এক মিনিটের অংশবিশেষ ছাড়তেই সবাই মাতোয়ারা হয়ে গিয়েছিল। এবার এলো ছবির গান 'তু মেরি'র ভিডিও। গানটি লুফে নিয়েছে দর্শক। চারদিকে 'ব্যাং ব্যাং'র যে আওয়াজ তাতে অভিজ্ঞরা মনে করছেন, বলিউড ইতিহাসের অন্যতম সেরা ব্যবসা সফল ছবি হবে এটি। শুধু তাই নয়, ছবিটি নির্মাণে যে আধুনিক ঢং এসেছে, তাতে বলিউডে এটি সব নির্মাতার অনুকরণীয় ছবিও হতে পারে। ছবি নিয়ে উচ্ছ্বসিত প্রধান দুই অভিনয়শিল্পীও। হৃতি্বক বলেন, 'আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি, কবে ব্যাং ব্যাং আসবে'। ক্যাটরিনা বলেন, 'উফ ব্যাং ব্যাং। আমার জীবনের সেরা ছবি।' ফক্স স্টার স্টুডিওস প্রযোজিত এবং সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ছবিটি মুক্তি পাবে ২ অক্টোবর।