দেখতে দেখতে পার হয়ে গেল সাতটি বছর। সাইফ আলী খান আর কারিনা কাপুরের প্রেম এখনও তরতাজা। এই দীর্ঘ বছরে তাদের প্রেমে বিন্দুমাত্র ভাটা পড়েনি।
কারিনা বলছেন, ‘আমরা একে অপরকে যতটা সম্ভব সময় দেয়ার চেষ্টা করি। কাজ নিয়ে বেশি কথা বলি না। কেউ কারও কাজে হস্তক্ষেপও করি না। তাই বন্ধুত্ব আজও অটুট। সম্পর্কেও কোনও সমস্যা নেই।’
আশা করা যায়, ভবিষ্যতেও তাদের সম্পর্ক এমনই রঙিন থাকবে।